Skip to main content

আপনার বিজ্ঞাপন ডেলিভারি কীভাবে আরও ভালো করবেন

  • By Meta Blueprint
  • Published: Jul 14, 2022
  • Duration 5m
  • Difficulty Intermediate
  • Rating
    Average rating: 0 No reviews

আপনার বিজ্ঞাপন কতজন লোকের কাছে পৌঁছাবে তা কীভাবে অনুমান করবেন, কীভাবে আরও গ্রাহকের সাথে সংযোগ করার জন্য বিজ্ঞাপন ডেলিভারির কৌশল ব্যবহার করবেন এবং কীভাবে সময়ের সাথে-সাথে আপনার বিজ্ঞাপনের প্রচার উন্নত করবেন, তা জেনে নিন।

এই বিভাগে আপনি এগুলো শিখতে পারবেন:

  • আপনার বিজ্ঞাপন কতজন লোকের কাছে পৌঁছবে তা অনুমান করা।
  • সময়ের সাথে সাথে বিজ্ঞাপনের প্রচার উন্নত করা।

আপনার বিজ্ঞাপন ডেলিভারি আরও ভালো করুন

Meta বিজ্ঞাপন ম্যানেজারে বিজ্ঞাপনের প্লেসমেন্ট, বাজেট ও সময়সূচি দেওয়ার পরে, আপনার বিজ্ঞাপনটি সবচেয়ে ভালো ফলাফল দেওয়ার জন্য সেট আপ করা আছে তা নিশ্চিত করার কিছু কৌশল জেনে নিন।


প্রচার সেট আপ করার সময়, প্রথমে বিজ্ঞাপন তৈরি সংক্রান্ত এই দুটি বিভাগ দেখে নিন: অডিয়েন্সের আনুমানিক সংখ্যা এবং আনুমানিক দৈনিক ফলাফল। বর্তমানে আপনার বেছে নেওয়া সেটিংসের ভিত্তিতে, বিজ্ঞাপনগুলো কীভাবে পারফর্ম করতে পারে তা এই গ্রাফিকদুটো ইঙ্গিত করবে। আসুন, এগুলো ভালোভাবে দেখে নিই এবং এগুলো কীভাবে আরও ভালো ফলাফল পেতে সাহায্য করতে পারে তা বুঝে নিই।

আপনার বিজ্ঞাপন কতজন লোকের কাছে পৌঁছতে পারে তা দেখে নিন

সম্ভাব্য অডিয়েন্সের সংখ্যা অনুমান করার জন্য ও বিজ্ঞাপনের পারফরম্যান্স উন্নত করতে অডিয়েন্স রিচ টুল ব্যবহার করুন। আপনি অডিয়েন্স রিচ ব্যবহার করার সময় যে অনুমানগুলো পাবেন সেগুলোর প্রত্যেকটি সম্বন্ধে চলুন জেনে নিই। 

আনুমানিক অডিয়েন্সের সংখ্যা

আপনি যখন আপনার অডিয়েন্সকে সংজ্ঞায়িত করেন এবং আপনার প্লেসমেন্ট বেছে নেন, তখন কতজন লোকের কাছে পৌঁছতে পারেন, তার অনুমান আনুমানিক অডিয়েন্সের সংখ্যার সাহায্যে দেখতে পান। বিজ্ঞাপনের টার্গেট হিসাবে আপনার অডিয়েন্স নির্দিষ্টভাবে সংজ্ঞায়িত কি না, তা ভালোভাবে বোঝার জন্য আপনি অডিয়েন্সের সংজ্ঞাও দেখতে পারেন। সাধারণত, আপনার অডিয়েন্স নির্দিষ্ট হতে হবে, এর অর্থ হলো আপনার বিজ্ঞাপনের প্রতি সবচেয়ে বেশি আগ্রহী লোকজনের কাছে আপনার বিজ্ঞাপনটি পৌঁছতে হবে, কিন্তু অডিয়েন্স এত বেশি সুনির্দিষ্ট করা যাবে না যে তাদের কাছে পৌঁছনো কঠিন হয়।  

আনুমানিক দৈনিক ফলাফল

আপনার প্রচারের উদ্দেশ্যর ভিত্তিতে আপনি দৈনিক দর্শক সংখ্যা ও দৈনিক ফলাফলের আনুমানিক হিসাব দেখতে পেতে পারেন। এই অনুমানগুলো আপনার সেট করা বাজেটের সাথে পরিবর্তিত হয়। বাজেট বেশি হলে দর্শক সংখ্যা ও দৈনিক ফলাফল বেশি হয় এবং বাজেট কম হলে দর্শক সংখ্যা কম হয়। এই টুলের মাধ্যমে আপনি আপনার পছন্দসই ফলাফলের জন্য প্রয়োজনীয় বাজেটের পরিমাণ নির্ধারণ করতে পারেন।

Little Lemon-এর বিজ্ঞাপন যেসব অডিয়েন্সের কাছে পৌঁছতে পারে সেই সম্বন্ধে আরও জানতে তাহরিশা একটি বিজ্ঞাপন তৈরি করার সময় 'অডিয়েন্স রিচ' ফিচারটা ব্যবহার করেন। 

আরও জানতে হটস্পটগুলোতে ট্যাপ করুন। 

সঠিক খরচে সর্বাধিক ফল পাওয়ার জন্য বিভিন্ন টুল একসাথে ব্যবহার করুন

আপনার বিজ্ঞাপনের খরচ অনুযায়ী সর্বাধিক ফল পেতে একাধিক টুল একসাথে ব্যবহার করার বিষয়ে বিবেচনা করুন। উদাহরণ, তাহরিশা Little Lemon-এর জন্য একটি বিজ্ঞাপনের প্রচার চালাচ্ছেন এবং তার উদ্দেশ্য হিসাবে তিনি সচেতনতা বেছে নিয়েছেন। সবচেয়ে ভালো প্লেসমেন্ট পেতে ও সবচেয়ে ভালো পারফর্ম করা বিজ্ঞাপনের সেটে বাজেট বন্টনের জন্য তিনি Advantage প্রচার সংক্রান্ত বাজেটAdvantage+ প্লেসমেন্ট একসাথে ব্যবহার করার সিদ্ধান্ত নেন।


কোনো নির্দিষ্ট সময়ে কাউকে কোন বিজ্ঞাপন দেখানো উচিত, তা বিজ্ঞাপনের নিলামে নির্ধারণ করা হয়। নিলামে যে বিজ্ঞাপনটি জেতে সেটি থেকে লোকজন ও ব্যবসা, দুটির ক্ষেত্রেই সর্বোচ্চ সুবিধা পাওয়া যায়। বিজ্ঞাপনগুলো নির্দিষ্ট অডিয়েন্সের কাছে কতটা প্রাসঙ্গিক, তার ভিত্তিতে নিলামের ফলাফল নির্ধারণ করা হয়। সাধারণত, আপনার বিজ্ঞাপন কোনো অডিয়েন্সের কাছে যত বেশি প্রাসঙ্গিক হবে, সেটির খরচ তত কম হবে এবং আপনি আরও বেশি করে প্রত্যাশিত ফলাফল দেখতে পাবেন। 


Little Lemon-এর ব্র্যান্ড সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির লক্ষ্য যেহেতু আপেক্ষিকভাবে সুনির্দিষ্ট নয়, তাই সবচেয়ে বেশি কার্যকর খরচের উপায় বুঝতে ও নির্দিষ্ট বাজেটের মধ্যে প্রচার চালানোর জন্য তাহরিশার ডেলিভারি সিস্টেমকে যতটা সম্ভব কাজ করতে দেওয়া উচিত। দুটি টুল একসাথে ব্যবহার করলে প্রচার চলাকালীন খরচ বাড়লেও বাজেটের অনুপাতে সবচেয়ে বেশি ফলাফল পাওয়া যায়।

আপনার বিজ্ঞাপন ডেলিভারি অপ্টিমাইজ করুন

আপনি যখন বিজ্ঞাপন ম্যানেজারে বিজ্ঞাপন সেট তৈরি করেন তখন আপনি আপনার চাহিদা অনুযায়ী যতটা সম্ভব কার্যকর ফলাফল পাওয়ার জন্য অপ্টিমাইজেশন বেছে নিতে পারেন। কোন অপ্টিমাইজেশনগুলোর মধ্যে থেকে আপনি বেছে নিতে পারবেন, তা প্রচার স্তরে আপনার বেছে নেওয়া উদ্দেশ্যের উপর নির্ভর করবে। সবচেয়ে ভালো ফলাফল পাওয়ার জন্য, আপনার বেছে নেওয়া ব্যবসার লক্ষ্য উপস্থাপন করছে, এমন অপ্টিমাইজেশন বেছে নেওয়া উচিত।

আরও জানতে তীর চিহ্ন ব্যবহার করুন। 

আপনি বিজ্ঞাপন ম্যানেজারের অপ্টিমাইজেশন ও ডেলিভারি বিভাগে বিজ্ঞাপন ডেলিভারির জন্য আপনার অপ্টিমাইজেশন বেছে নিতে পারেন। 

আপনার পরবর্তী বিজ্ঞাপন উন্নত করার জন্য অন্যান্য পরামর্শ

আলাদা ফলাফল পাওয়ার জন্য আপনার বিজ্ঞাপন প্রচারের ভেরিয়েবলগুলো পরিবর্তন করুন। ভবিষ্যতে বিজ্ঞাপন অ্যাডজাস্ট করা ও বিভিন্ন ফলাফল প্রম্পট করার জন্য বিজ্ঞাপন পারফরম্যান্স থেকে ইনসাইট ব্যবহার করুন।


  • আপনার বাজেট অ্যাডজাস্ট করুন

আরও বড় অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য খরচের পরিমাণ বাড়ান অথবা খরচ প্রতি ফলাফলের অনুপাত পরিবর্তন করার জন্য খরচ কমান।


  • Advantage প্রচার বাজেটের সাহায্যে নির্বিঘ্নে বিজ্ঞাপন দেখান

আপনি যদি Advantage প্রচার বাজেট বেছে নিয়ে থাকেন, তাহলে আপনার বিজ্ঞাপনগুলোকে নিজে থেকে বন্ধ করবেন না বা চালাবেন না। Advantage প্রচার বাজেট বেছে নিলে, শুধুমাত্র সক্রিয় বিজ্ঞাপন সেটের ভিত্তিতে আপনার প্রচারের বাজেট খরচ করা হয়। কোনো বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করে দিলে সিস্টেম সেটাকে আর বিবেচনা করবে না।


  • বিভিন্ন প্লেসমেন্ট যোগ করুন

কোনটি থেকে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় তা দেখার জন্য আপনার প্লেসমেন্ট বিকল্পগুলো পরিবর্তন করুন অথবা আপনি যদি এখনও Advantage+ প্লেসমেন্টগুলো ব্যবহার না করে থাকেন, তাহলে ব্যবহার করে দেখুন।


  • আপনার বিজ্ঞাপনগুলোকে চলতে দিন

আপনি যদি বিজ্ঞাপনগুলোকে নির্দিষ্ট সময়ে চালানোর জন্য সময়সূচি নির্ধারণ করে থাকেন এবং তাতে প্রত্যাশিত ফল না পান, তাহলে যে সময়গুলো বাদ দিয়েছিলেন, সেই সময়ে আরও ফলাফল পাওয়ার জন্য বিজ্ঞাপনগুলো চালিয়ে যান।

এই বিভাগে আপনি বিজ্ঞাপনের বাজেট কীভাবে সেট করবেন, সময়সূচি নির্ধারণ করবেন ও প্লেসমেন্ট করবেন সেই সম্পর্কে জেনেছেন, পরবর্তী বিভাগে আপনার লক্ষ্যগুলোর সাথে মানানসই ক্রিয়েটিভ বিজ্ঞাপন কীভাবে বেছে নেবেন, সে সম্বন্ধে আরও জানবেন। 

মূল শিক্ষা

বিজ্ঞাপনের ফলাফল কী হতে পারে তা জানা এবং প্রয়োজনীয় পরিবর্তন করার জন্য অডিয়েন্সের আনুমানিক সংখ্যা ও আনুমানিক দৈনিক ফলাফল নামের টুলগুলো ব্যবহার করুন।




বিজ্ঞাপনের প্রচার যাতে সময়ের সাথে লাভজনক হয় তা নিশ্চিত করতে Advantage প্রচার সংক্রান্ত বাজেট ও Advantage+ প্লেসমেন্ট-এর মতো টুলগুলো ব্যবহার করুন।




এমন অপ্টিমাইজেশন বেছে নিন যা আপনার লক্ষ্যের ভিত্তিতে প্রচারের সবচেয়ে ভালো ফলাফল দেবে।